ট্যানারির বর্জ্য রাখার জায়গা দেওয়া হবে: সালমান এফ রহমান
ট্যানারির কঠিন বর্জ্য রাখার জায়গা না থাকায় এই বর্জ্য বেড়ে যাচ্ছে। খুব দ্রুত এই জায়গার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সাভারের হরিণধারা এলাকায় চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় লেদার ওয়ারর্কিং গ্রুপ (এলডব্লিউজি) ইন্সপেকশনের জন্য সাভারের চামড়া শিল্প নগরী আগামী ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘লেদার ওয়ারর্কিং গ্রুপ (এলডব্লিউজি) একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ট্যানারি শিল্প ইন্সপেকশন করার পর যদি সার্টিফাই হয় তাহলে এই শিল্পের পণ্য রফতানিতেও আর বাধা থাকবে না। এই শিল্প থেকে বড় আয় করা সম্ভব।'
এছাড়াও চামড়া শিল্প নগরীসহ অনান্য সেক্টরে পোশাক কারখানার মতো বন্ডের সুবিধার আওতায় আনা হবে বলেও জানান তিনি। সভায় শিল্প মন্ত্রী নুরুর মজিদ মাহবুব হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামার আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।