হাতিয়া ও কলাপাড়ায় বজ্রপাতে নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় ও পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকালে বজ্রপাতে এসব দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী

বিজ্ঞাপন

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে কামরুজ্জামান (৪৫) ও কালাম (৫৫) নিহত হয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বার্তাটোয়োন্টিফোর.কমকে জানান, সকালে দুই কৃষক মহিষ নিয়ে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্যানচালক আলাউদ্দিন সিকদার (৪৫) নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিনের বাড়ি লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আলাউদ্দিন সিকদার বাড়ি থেকে ভ্যান নিয় বের হচ্ছিলেন। আনুমানিক সকাল আটটার দিকে তিনি বজ্রপাত গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।