ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল স্থলবন্দর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। টানা চার দিনের পূজার ছুটি শেষে কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২ টা থেকে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় শুরু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, দুপর ১টা পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে ৫৫ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আর বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে ৩২ ট্রাক দেশিয় পণ্য।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ছুটি শেষে অফিস খুলেছে। ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বার্তাটোয়েন্টিফোরকে জানান, সরকারি ছুটি শেষে অফিসের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে তাদের প্রয়োজনীয় পণ্য দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে টানা চার দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা ।