খুলনায় শিবলু হত্যায় দু'জনের যাবজ্জীবন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খুলনার সরকারি বিএল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা (২৭) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং মামলার বাকি ১২ আসামিকে খালাস দেওয়া হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আরিফ শেখ (২৮), রহমত (২২)।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন চাঁদাবাজিকে কেন্দ্র করে খুন হন শিবলু মোল্লা। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় ঐদিন রাত সোয়া ১০টায় আরিফ শেখ ও রহমতসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালালে অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে করে। সবশেষ ৪২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ বুধবার আদালতে বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।