সিরাজগঞ্জে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া জালগুলো পুড়িয়ে ফেলা হয়, ছবি: সংগৃহীত

আটক হওয়া জালগুলো পুড়িয়ে ফেলা হয়, ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মৎস্য অফিসের অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দিনব্যাপী যমুনা নদীর খাষকাউলিয়া জোতপাড়া, খাষপুখুরিয়া, ভুতের মোড়, বাঘুটিয়া, পাথরাইল, বিনানই, উমারপুর, শৌলজানা ও ঘোড়জান এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিকেলে জব্দকৃত প্রায় ২৭ হাজার টাকা মূল্যের জালগুলো জোতপাড়া ঘাটে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।