গোপালগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও দইয়ে ওজন কম দেওয়ার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
শামীম হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য বিক্রির দায়ে মেসার্স মা দুর্গা কসমেটিক্সকে ৫ হাজার টাকা, দইয়ের ওজনে কারচুপির দায়ে মেসার্স সাথী মিষ্টান্ন ভাণ্ডার ও মেসার্স মামা ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার করে ১০ হাজার এবং আরো তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
অভিযান চলাকালীন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু এবং কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।