ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে আমন ধানক্ষেতে কীটনাশক ওষুধ ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় নুরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জামুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, ধানক্ষেতে পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় সকালে বাজার থেকে কীটনাশক (বাসোডিন) কিনে আনেন তিনি। পরে দুপুরের দিকে মুখে মুখোশ না দিয়েই ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করা শুরু করেন। স্প্রে করা অবস্থায় নুরুল ইসলাম ধান ক্ষেতে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন ধান ক্ষেতে গিয়ে তাকে উদ্ধার করে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান ইমাম বলেন, মুখে কাপড় না বেঁধে অনিরাপদ অবস্থায় কীটনাশক প্রয়োগ করার কারণে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে মারা যাওয়ার সঠিক কারণ ময়নাতদন্তের রির্পোট পেলে বলা যাবে।