মনপুরায় আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মনপুরায় মানববন্ধন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মনপুরায় মানববন্ধন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভোলার মনপুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকার আলাউদ্দিন মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তারা মনপুরার ফকিরহাট বাজারে বৃষ্টি উপেক্ষা করে দফায় দফায় বিক্ষোভ করেছেন। বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে স্থানীয় জনগণ আলাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন- নিহতের ভাই জামাল মোল্লা, সাবেক মেম্বার নুরুল ইসলাম, ফকিরহাট দাখিল মাদরাসার শিক্ষক আমিনুল ইসলাম শামিম, রাফেজ হাওলাদার প্রমুখ। পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মনপুরায় আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রোববার রাতে ফকিরহাট বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের টাকা নিয়ে আলাউদ্দিন মোল্লা বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। পরের দিন স্থানীয় জনগণ অভিযুক্ত শামিম (২০), শাহিন (১৮) ও মাকছুদকে (১৮) ঢাকাগামী লঞ্চ থেকে ধরে পুলিশে সোপর্দ করেন। এই তিনজনের বাড়ি পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার হাজিকান্দি গ্রামে। পরে পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফৈজুদ্দিন গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম (৩৫), স্বেচ্ছাসেবক লীগের ২ নং হাজিরহাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জয়নাল (৩৫) ও আলাউদ্দিন মোল্লার দোকান কর্মচারী দিবাকর সাহাকে গ্রেফতার করে।