বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে ভুটানের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) কিজাং ওয়াংচুক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ভৌগলিক অবস্থান, অবকাঠামোগত উন্নয়ন, সহজে পণ্য পরিবহনের জন্য বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বাংলাবান্ধা বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক, যাত্রী পারাপার সহ পণ্য আমদানি-রফতানির বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের কাস্টমস ডেপুটি কমিশনার আহাদ আল ইসলাম বন্দর সংশ্লিষ্ট বিষয়ের সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভুটান রাষ্ট্রদূতের সফর সঙ্গী কাউন্সিল (ট্রেড) ডোমাং, কাস্টমস সুপারেনটেনডেন্ট শামসুল হক, ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লি. এর ব্যবস্থাপক কাজী আল তারেক, প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া প্রমুখ।