বগুড়ায় শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে শ্রমিক নিহত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে শ্রমিক নিহত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে চাপা পড়ে শফিকুল ইসলাম (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের গোকুল এলাকায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল গোকুল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, পুণ্ড্র ইউনিভার্সিটি চত্বরে স্থাপিত শহীদ মিনারটি অন্যত্র স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিককে কাজে লাগায়। তারা বিকেল ৩টার দিকে মাটি খুঁড়ে শহীদ মিনারের পুরো কাঠামোটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের হাত ফসকে শফিকুল শহীদ মিনারের নিচে চাপা পড়ে। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'হাসপাতাল থেকে মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

বিজ্ঞাপন