নিখোঁজের ২ দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর বাইচের নৌকার মাল্লা ইসাহাক সিকদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর টোল অফিস এলাকার মধুমতি নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদেকুর রহমান খানের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মীর মোঃ সাজেদুর রহমান জানান, গত ৮ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকার মধুমতি নদীতে অনুষ্ঠিত বিজয়া দশমীর নৌকা বাইচের সময় অসিত বাড়ৈয়ের নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মাল্লা ইসাহাক সিকদার। তিনি মুকসুদপুর উপজেলার গোয়াল গ্রামের ললিত সিকদারের ছেলে। তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে নিখোঁজের বিষয়ে জানানো হলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আনা হয়। তারা আজ ও গতকাল নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ইসাহাক সিকদারের সন্ধান পাননি।

পরে আজ বিকেল ৫ টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন