ডাকাতের হামলায় আহত দীপ মারা গেছেন
সাভারের আশুলিয়ায় দুর্গোৎসব দেখে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলায় আহত দীপদাস (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতারকেন্দ্র গেট সংলগ্ন এলাকায় এ হামলা চালায় ডাকাতরা। ঘটনার পর দিন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা।
নিহত দীপদাস স্থানীয় নিলু দাসের ছেলে। এ ঘটনায় আরও ৩ জন আহত হন। আহতরা হলেন, দীপদাসের ছোট ভাই মিঠু দাস (২৩), প্রতিবেশী নিত্য রঞ্জন ওরফে নিতাই দাস (৩৮) ও ভ্যান চালক মনির মিয়া (৪০)।
নিহতের বাবা নিলু দাস বলেন, ‘তার বড় ছেলে নিহত দীপদাসকে আহত করে ৩০ হাজার টাকা মূল্যের ফোন, নগদ ১০ হাজার টাকা, ছোট ছেলের কাছে থাকা ৫ ভরি ওজনের রূপার চেইন, ভ্যান চালকের বাটন ফোন ও এটিএম কার্ডসহ আরও একজনের কাছ থেকে ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় দীপদাস বাধা দিলে তার মাথায় আঘাত করে ডাকাতরা। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে কোমায় চলে যান দীপ। পরে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।