ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইলিশ ধরার কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে গ্রেফতার ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় গ্রেফতারকৃত ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড, ৩ জেলেকে ১ মাসের কারাদণ্ড এবং ৫ জেলেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে প্রায় দেড় লাখ মিটার জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।