পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে বিসিক এলাকার চামড়া শিল্প নগরীর একটি ট্যানারি কারখানার পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতদের মধ্যে একজন হলেন বাপ্পি (২৮)। তিনি বগুড়া জেলার সান্তাহার তারাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, দুপুরে আর এ এন ট্যানারির ট্যাংক পরিষ্কারের জন্য ১ জন শ্রমিক এর ভেতরে নামে। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি না উঠলে ট্যানারি শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।