উপজেলা নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে অধিকাংশ বুথে নেই নৌকার এজেন্ট
চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সরেজমিনে মহারাজপুর ইউনিয়নের ৯১ কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অধিকাংশ বুথে বিএনপি ও অন্যান্য প্রতীকের এজেন্ট থাকলেও সরকার সমর্থিত নৌকা প্রার্থীর এজেন্ট রয়েছে তুলনামূলক অনেক কম। নারী বুথের ৭, ৪, ৩, ২ এবং একই স্থানে কারবালা উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। সেখানেও ৫ ও ১ নং বুথে নৌকার এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার এমএম মাসুদ জানান, ভোটগ্রহণ শুরু থেকে অপেক্ষা করেও দুপুর পর্যন্ত সবগুলো বুথে নৌকার এজেন্ট পাওয়া যায়নি। একই অবস্থা লক্ষ্য করা গেছে আরও বেশ কয়েকটি কেন্দ্রে। তবে প্রায় সবগুলো বুথেই বিএনপির (ধানের শীষ) এজেন্ট রয়েছে।
এ বিষয়ে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘কী কারণে এজেন্ট নাই সে বিষয়টি দ্রুত দেখছি।’