বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ভুয়া চিকিৎসক রফিকুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভুয়া চিকিৎসক রফিকুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালের বাকেরগঞ্জে রফিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ সড়ক (চৌমাথা) সিনেমা হল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রফিক আগৈলঝাড়ার রাংতা এলাকার মৃত হাতেম আলী মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি মঙ্গলবার বিকেলে র‌্যাব-৮ সদর দফতর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ক্যাপ্টেন খালেদ মাহমুদের নেতৃত্বে বাকেরগঞ্জের সিনেমা হল বাজার থেকে ভুয়া চিকিৎসক রফিককে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ভুয়া চিকিৎসক তার দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযানে বাকেরগঞ্জ হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকিল আল ইসলাম সহযোগীতা করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রফিকুল ইসলাম গত ২ মাস ধরে ওই বাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রায় ২শ’ নারীকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছিল। কিন্তু তিনি রেজিস্টার্ড চিকিৎসক নন। তিনি জনগণের সঙ্গে চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে আসছিল।