আশুলিয়ায় খালে বাঁধ, ৪ জনের সাজা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

খালে বাঁধ নির্মাণের অভিযোগে চারজনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খালে বাঁধ নির্মাণের অভিযোগে চারজনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নয়নজুলি খালে বাঁধ নির্মাণের অভিযোগে চারজনের ১৪ দিন করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্যারাগন ফিড কারখানার চার কর্মকর্তাকে ১৪ দিন করে সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার বাড়িকুটা গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. জসিম উদ্দিন (৪০), বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মৃত হানিফ খানের ছেলে মো. কামাল আহমেদ (৪৫), নরসিংদী জেলার পলাশ থানার কাজীরচর এলাকার মৃত শরাফত আলীর ছেলে মো. রুহুল আমিন (৪৪), খুলনা জেলার বটিয়াঘাটা থানার গংগারামপুর গ্রামের মইজ উদ্দিন বিশ্বাসের ছেলে মো. মোশারফ হোসেন (৪২)।

সরকারি জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত

 

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘খালের ভেতরে বালুর বস্তা দিয়ে পানি প্রবাহে বাঁধা দেয়। পরে বালুর বস্তা সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আবার তারা বাঁধ নির্মাণ করে। এ ঘটনায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া নয়নজুলি খালে দখল করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, সরকারি জলাশয়ে অবৈধ দখলে থাকা ৫৬ শতাংশ ভূমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।