সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযােগ পেল কুড়িগ্রামবাসী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্বােধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে কুড়িগ্রামবাসী স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযােগ পেল।

বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম রেলস্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মােঃ জাকির হােসেন, জেলা প্রশাসক মােছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মােঃ জাফর আলী, রেলওয়ের মহাপরিচালক মােঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনের পরে রেলমন্ত্রী অতিথিদের নিয়ে কুড়িগ্রাম থেকে পার্বতীপুর চলে যান।

আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস যথারীতি ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে যাব।

আন্তঃনগর ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাদনগর ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছাবে।