আশুলিয়ায় ১০টন পলিথিন জব্দ, ৪ জনকে জরিমানা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক পলিথিন জব্দ করে ট্রাকে ওঠানো হচ্ছে, ছবি: সংগৃহীত

আটক পলিথিন জব্দ করে ট্রাকে ওঠানো হচ্ছে, ছবি: সংগৃহীত

আশুলিয়ায় অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ প্রায় ১০টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মজুদ করে বিভিন্ন দোকানে পলিথিন সরবরাহের দায়ে মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও মো. তাকবিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকার একটি গোডাউন ও দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১০টন পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে ৩ জনকে জরিমানা করা হয়। পলিথিনগুলো পরিবেশ অধিদফতরে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম।