অ্যালকোহল পান প্রতিরোধে চালকদের পরীক্ষা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নড়াইলে যাত্রীবাহী বাস-ট্রাক-লরি চালকরা অ্যালকোহল (মদ) পান করে গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করছে হাইওয়ে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শহরতলির মালিবাগ এলাকায় চালকদের এ পরীক্ষা করা হয়। এ সময় তুলারাপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তুলারাপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ জানান, আজ বিভিন্ন যানবাহনের চালকদের নামে ১০টি মামলা দেয়া হয়েছে। একটি পিকআপ জব্দ করা হয়েছে। চালকরা অ্যালকোহল (মদ) পান করে গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। কোনো চালক অ্যালকোহল পান করে গাড়ি চালালে তা এই পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে। চালকদের অ্যালকোহল পান থেকে বিরত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।