ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল বোনও

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল
  • |
  • Font increase
  • Font Decrease

পানিতে ডুবে নিহত ভাইবোন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পানিতে ডুবে নিহত ভাইবোন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নড়াইলের লোহাগড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- অহিদুর রহমানের কন্যা তাবাসসুম (১৩) ও আব্দুল হান্নানের সাত বছর বয়সী ছেলে রাহাত। এরা দুজনেই আপন চাচাতো ভাইবোন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে তাবাসসুম রাহাতকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় পুকুরের পাড়ে বসে ছিল রাহাত। হঠাৎ করে রাহাত পানিতে পড়ে যায়। এরপর তাবাসসুম রাহাতকে উদ্ধার করতে যায়। এ সময় রাহাত তাবাসসুমের গলা জড়িয়ে ধরলে তার ভার সামলাতে না পারায় দুজনেই পানিতে তলিয়ে যায়।

এদিকে রাহাতকে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর পাড়ে তাদের স্যান্ডেল দেখে পুকুরে খোঁজ করে তাদের দুজনকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।'