৫ দফা দাবিতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ফারিয়া পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফারিয়া পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

পটুয়াখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পাঁচ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি তুলে ধরেন। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ-ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান চালু করা।

এ সময় ফারিয়া পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক একেএম মইনউদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার হাসান সহ মেডিকেল এ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন