বগুড়ায় অবৈধ বালু উত্তোলন, গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেফতারকৃতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেফতারকৃতরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় চারজন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলেই আগুন দিয়ে পোড়ানো হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ফুলবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- রাজাপুরে রাসেল সরকার (৩০), হটিলাপুরের ফিরোজ মিয়া (৩০), ফুলবাড়ির নাহিদ সরকার (২২) এবং মানিক চকের রাকিব (২২)।

জানা গেছে, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। এর আগে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধে এই এলাকায় খুনের ঘটনাও ঘটেছে। বালু উত্তোলনের ফলে নদী গর্ভে সৃষ্ট খাদের পানিতে ডুবে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এরপরও বন্ধ করা যায়নি বালু দস্যুদের কার্যক্রম।

বিজ্ঞাপন
বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পোড়ানো হয়

 

শনিবার পুলিশের একটি দল আকস্মিক এই অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে বালু দস্যুরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। পরে বালু তোলার সরঞ্জাম শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জলাধার পরিবর্তন হওয়া ছাড়াও আশপাশের ফসলি জমি গর্তে পরিণত হচ্ছে। অভিযানে গ্রেফতারকৃত চারজনসহ ২০ জনের নামে থানায় মামলা করা হয়েছে।’