নরসিংদীতে ট্রাক চাপায় ট্রাফিক সহকারী নিহত
নরসিংদী শহরের আরশীনগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকের চাপায় মিলন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আরশীনগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া রায়পুরা মরজালের মঞ্জু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
শারীরিকভাবে প্রতিবন্ধী মিলনের উচ্চতা ছিল তিন ফুটের মতো। তিনি আরশীনগর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা থেকে বালুবোঝাই একটি ট্রাক নরসিংদী শহরের দিকে প্রবেশ করছিল। আরশীনগর মোড়ে তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় ওই ট্রাকটি মিলন মিয়াকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরশিনগর এলাকার নাজমুল নামের একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বলেন, ট্রাকটি রায়পুরা থেকে এসে এখানে গতি না কমিয়েই মোড় নিতে গিয়ে মিলন মিয়াকে চাপা দেয়।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক তাপস কান্তি রায় বলেন, দুর্ঘটনায় মিলনের মাথা থেঁতলে যায়। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গ থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।