সেফটি ট্যাংকে বিষক্রিয়ায় ২ শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলার ম্যাপ, ছবি: সংগৃহীত

বগুড়া জেলার ম্যাপ, ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষক্রিয়ায় নিয়াজুল ইসলাম (৩৫) ও মহিদুল ইসলাম (৩২) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) সকালে ধুনট থানার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নিয়াজুল জেলার গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে এবং মহিদুল একই গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে নতুন টয়লেট স্থাপনের কাজ চলছিল। টয়লেটের সেফটি ট্যাংকের ছাদ ঢালাই দেয়া হয় কয়েকদিন আগে। রোববার দুইজন শ্রমিক সেফটি ট্যাংকের সাটারিং খোলার জন্য ট্যাংকের ভিতরে নামে। এরপর পরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে স্থানীয় লোকজন নিয়াজুলকে মৃত এবং মহিদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই মহিদুলও মারা যান।

বিজ্ঞাপন