দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ফেনীর যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত মো. সুমন। ছবি: সংগৃহীত

নিহত মো. সুমন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার নিকটবর্তী ব্রংগো ইস্পিটে ডাকাতের গুলিতে মো. সুমন (৩৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে সুমনকে গুলি করে হত্যা করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

নিহতের ভাই নুরনবী জানান, ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন সুমন। তার ৫টা দোকান রয়েছে। ২টা দোকানে ডাকাতি হলে থানায় মামলা করেন সুমন। এরপর পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করে। এতে ওই ডাকাতদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সুমনকে গুলি করে হত্যা করে।

নিহত সুমনের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের হাজী জাবেদ আলী বাড়ির আবুল কাশেমের ছেলে। সুমন চার ভাই দুই বোনের মধ্যে পঞ্চম। তার দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন