যাত্রীর ব্যাগ থেকে ৯৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাবে হাতে আটক মোশাররফ হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

র‌্যাবে হাতে আটক মোশাররফ হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মোশাররফ হোসেন (২২) নামে এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯৭ লাখ টাকা।

ফেনী র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মো. নুরুজ্জামান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ১টার দিকে র‌্যাবের একটি দল মহাসড়কের লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করতে থাকে। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশিকালে মোশাররফ হোসেন হঠাৎ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

আটক মোশাররফ হোসেন এবং উদ্ধার করা ইয়াবাগুলো ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন