হারুনের কারাদণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পরপরই জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভকারীরা হারুনুর রশীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে এমপি কোটায় শুল্কমুক্ত গাড়ি বিক্রি করে টাকা আত্মসাতের মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় হারুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।