নোয়াখালীর নতুন থানা ভাষানচর
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নোয়াখালীর ভাষানচরকে নতুন থানা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দুপুরে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
নিকার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, 'দেশের বিভিন্নস্থানে নতুন করে সাতটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিকার। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ ও জননিরাপত্তা বিভাগ থেকে মোট ১৫টি প্রস্তাব করা হয়। এরমধ্যে জননিরাপত্তা বিভাগ প্রস্তাবিত দর্শনা, পদ্মাসেতু (উত্তর ও দক্ষিণ), ঠাকুরগাঁওের ভুল্লি, নোয়াখালীর ভাষানচর, দক্ষিণ রাঙ্গুনিয়া, কক্সবাজারের ঈদগাহ এলাকাকে নতুন করে থানা প্রতিষ্ঠায় সম্মতি দিয়েছে নিকার বৈঠক। এছাড়া স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবিত সিলেটের বিশ্বনাথকে পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়।’
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বার্তাটোয়েন্টিফোরে.কমকে বলেন, ‘আমরা নতুন থানার জায়গা পরিদর্শন করে এসেছি। সকল কিছু প্রস্তুত আছে, নোয়াখালীর ভাষানচরে একটি নতুন থানা হবে।'