স্বর্ণ পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দুইজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা গ্রামের মৃত খোকাই মণ্ডলের ছেলে দ্বিপক মণ্ডল ও একই গ্রামের মৃত জোগেশ মল্লিকের ছেলে প্রভাত মল্লিক।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ১১ জুলাই দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল অবস্থান নেয়। এ সময় দুই জন বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার জন্য জয়নগর চেকপোস্টে আসেন। ওই সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের দলটি দ্বিপক মণ্ডল ও প্রভাত মল্লিককে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ২ কেজি ৫৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।