যশোরে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিবন্ধী যুবক দীপংকর ভদ্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রতিবন্ধী যুবক দীপংকর ভদ্র, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের খাজুরায় দীপংকর ভদ্র নামে এক প্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ভদ্রডাঙ্গা ছব্বারের মোড়ে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক চৌগাছা উপজেলার ছুটিপুর গ্রামের গোপাল ভদ্রের ছেলে দীপংকর ভদ্র।

বিজ্ঞাপন

জানা গেছে, ভদ্রডাঙ্গা গ্রামের অহেদ খানের ছেলে আলমগীর, বনগ্রাম মুন্সীপাড়ার কিয়ামের ছেলে নাজমুল ও ভদ্রডাঙ্গা গ্রামের ইকবাল কারীর ছেলে ইলিয়াছ প্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে মুখে ও বুকে লাথি মারে এবং টেনে হেঁচড়ে নিয়ে যায়। আশপাশের লোক তাদের থামতে বললেও তারা কারও কথা শুনেনি।

যুবকের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দীপংকর খাজুরা বাজার সংলগ্ন তেলীধান্যপুড়া গ্রামে তার খালাতো ভাই হারানের বাড়িতে যায়। বিকালে খালাতো ভাইয়ের সাইকেলে করে ঘুরতে বের হলে ছব্বারের মোড়ে আসলে স্থানীয় ভদ্রডাঙ্গা গ্রামের আলমগীর, নাজমুল ও ইলিয়াছ তার গতিরোধ করে পরিচয় জানতে চায়। এ সময় চোর সন্দেহে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অমানবিক নির্যাতন চালায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রায়পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি বিধায় কাউকে আটক করা হয়নি।

যশোর পুলিশ সুপার মঈনুল হক জানান, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।