নাটোরে বিএনপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা
নাটোর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামরা চালিয়েছেন দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নাটোর জজকোর্ট থেকে বাড়ি ফেরার পথে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে তার ওপর হামলা করা হয়। বর্তমানে তিনি একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, সকালে একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে সস্ত্রীক নাটোরে আসেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুর ১২টায় হাজিরা শেষে ঢাকার উদ্দেশে রওনা হন দুলু। তাকে বিদায় জানিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাচ্চুর পিছু নেয় একদল দুর্বৃত্ত। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলটির গতিরোধ করে এবং শহিদুল ইসলাম বাচ্চুকে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন।
তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসরাম জানান, তিনি হামলার ঘটনা শুনেছেন তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি দ্রুত হামলাকারীদের আটক করে বিচারের দাবি জানিয়েছেন।