সিরাজগঞ্জে ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে ২৫ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক জেলেরা হলেন- আবদুস ছাত্তার, মহির উদ্দিন, ওয়াহাব আলী, মানিক হোসেন, সাইফুল হোসেন, তোফাজ্জল হোসেন, আবদুল মতিন, খোকন মিয়া, আবদুর রউফ, কালু মিয়া, শামীম হোসেন, জাহিদুল ইসলাম, নুরুন-নবী, কামরুল ইসলাম, আমোদ আলী, হেলাল উদ্দিন, আবদুল হালিম, আবুল কালাম, ওয়াজেদ আলী, জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন, আব্বাস আলী, আমিরুল ইসলাম ও আইয়ুব আলী।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ জানান, আটককৃতদের ১৪ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় জব্দকৃত প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৪৫ কেজি মা ইলিশ বিভিন্ন এমিতখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।