চাঁদা চেয়ে গণধোলাই খেল দুই ভুয়া সাংবাদিক
সাভারে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেয়।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের শাহীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় মির্জাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে বিদ্যুৎ আহমেদ মিয়া (৩২)। অন্যজন গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর গ্রামের মো. সাহেব আলী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৯)।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মফিজুর রহমান সোহেলসহ ৭/৮ জনের একটি প্রতারকচক্র গত ১৬ অক্টোবর শাহীবাগ এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। একই চক্র আজকে সন্ধ্যায় ওই কিন্ডারগার্টেন কর্তৃপক্ষের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নেয় পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, ‘সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’