নকল ঔষধ বিক্রির দায়ে সৌদি বাংলাকে জরিমানা
রাজশাহীতে পশুর নকল ঔষধ আমদানি ও বাজারে বিক্রির দায়ে সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ে শুনানি শেষে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর সপুরা বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নিম্নমানের ঔষধে বিদেশি কোম্পানির লোগো ব্যবহার করে বাজারে বিক্রি করে আসছিল। গত ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ফ্যাক্টরিতে বিদেশি কোম্পানির সিল ও লোগোযুক্ত ঔষধ পাওয়া যায়। তবে সেইসব ওষুধ আমদানির কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। ঐ দিন ওই কোম্পানির রাজশাহী ফ্যাক্টরিতে সিলগালা করা হয় এবং বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। শুনানিতে প্রতিষ্ঠানের প্রধান আবু সায়েম উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।
পরে আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নকল ঔষধ আমদানি করে নিজেদের নামে বাজারে বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।