ফেনীতে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত তিন নাইজেরিয়ান, ছবি: সংগৃহীত

আটককৃত তিন নাইজেরিয়ান, ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী থেকে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

বিজ্ঞাপন

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খেজুরিয়া বিওপির টহলদল। অভিযানে ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ার নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। পরে আটককৃতদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন