চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৬১

  • ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন করে আরও ৬১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নতুন করে আরও ৬১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া মহামারি আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত এ নিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.মতিউর রহমান জানান, ডায়রিয়ায় আক্রান্ত এলাকাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে স্যালাইন দেওয়া হচ্ছে।

এদিকে সদর হাসপাতালে পর্যাপ্ত টয়লেট না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, পৌর এলাকার হরিপুর, দারিয়াপুর, দুর্গাপুর, নামোনিমগাছি ও উপ-রাজারামপুর মহল্লায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পানির নমুনা রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আঞ্চলিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে, এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।