সাভারে ফেনসিডিলসহ আটক ২
সাভারে পরিবহন ওয়াসিং পয়েন্টে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তরফ রাজাঘাট এলাকায় আবুল বাশারের এর পরিবহন ওয়াসিং পয়েন্টে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মো. আমজাদ হোসেন (৪৪), তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার পশ্চিম দৌরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। অপরজন হলেন মো. নাইম ইসলাম (২৩), তিনি একই জেলার ফুলবাড়ি থানার দাদুল পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তরফ রাজাঘাট এলাকার একটি পরিবহন ওয়াসিং পয়েন্টে অভিযান চালিয়ে ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় একটি মিনি ট্রাক জব্দ করে তল্লাশি করলে সেখান থেকে ২৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
সিপিসি-২, র্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেনসিডিল আমদানি করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’