সলঙ্গায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে, আটক হওয়া জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাল আটকের পাশাপাশি গারুদহ নদী থেকে অবৈধ সুতি জাল উচ্ছেদ করা হয়। এছাড়াও বৈধ কাগজ পত্র না থাকায় বৈশাখী ওরাল এন্ড ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ছিলেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, ঢাকা মৎস্য ভবনের সহকারী পরিচালক (প্রশাসন) এস,এম আবুল বাসার, সহকারী প্রকল্প কর্মকর্তা (নিমগাছী) ড. মোসাফিস চৌধুরী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহদুদা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, ক্ষেত্র সহকারী মো. জাহাঙ্গীর আলম ও গাজীউর রহমান, সলঙ্গা থানার এএসআই নুরুল ইসলাম প্রমুখ।