বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরোধে যুবক খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত যুবকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহত যুবকের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুদের ছুরিকাঘাতে উজ্জল (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) রাতে শহরতলীর পালশা তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল নিশিন্দারা ধমকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বন্ধু উজ্জলকে বাড়ি থেকে ডেকে বের করেন। এরপর তারা ২০০ গজ দূরে তালপুকুর নামক স্থানে যায়। সেখানে উজ্জলকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তার বন্ধুরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উজ্জলের নির্দিষ্ট কোনো পেশা নেই। মাঝে মধ্যে বাস ও ট্রাকের হেলপারের কাজ করতেন। বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে তার নামে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মাদক সেবন নিয়ে বিরোধে উজ্জলকে খুন করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।’

বিজ্ঞাপন