ফরিদপুরে প্রবীণ সাংবাদিক আহম্মেদ ফিরোজ আর নেই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আহম্মেদ ফিরোজ, ছবি: সংগৃহীত

আহম্মেদ ফিরোজ, ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা আহম্মেদ ফিরোজ (৬২) আর নেই। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহম্মেদ ফিরোজ মৃত ফজলুর করিম ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। ৯ ভাই ও বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিম ঘরে রাখা হবে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাদ জোহর অম্বিকা ময়দানে জানাজা শেষে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে।

আহমেদ ফিরোজ দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

আহমেদ ফিরোজের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়াসহ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।