বেনাপোলে ৪৯ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

৪৯ স্বর্ণের বারসহ পাচারকারী মোমিন আটক

৪৯ স্বর্ণের বারসহ পাচারকারী মোমিন আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯টি স্বর্ণের বারসহ (৩ কেজি ৮২০ গ্রাম ওজন) মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বেলতলা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করে। এর আগেও মোমিনকে ৫৬ পিস স্বর্ণের বারসহ আটক করেছিলো বেনাপোল পোর্টথানা পুলিশ।

বিজ্ঞাপন

পাচারকারী মোমিন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রোজা বার্তাটোয়েন্টিফোরকে.কমকে জানান, আমাদের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মোমিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৪৯টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা। প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন