যশোরে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের সদর উপজেলায় লরির ধাক্কায় মো. আব্দুর রশিদ (৪৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলা শহরের বকচর এলাকায় র‌্যাব অফিসের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ খড়কি কবরস্থান এলাকার আবুল কাসেমের ছেলে। তিনি যশোর উপশহর আলিম মাদ্রাসায় কারিয়ানা বিষয়ে শিক্ষকতা করতেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুর রশিদ বাইসাইকেলে করে মনিহার সিনেমা হল এলাকা থেকে মুড়লির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন