র‌্যাবের হাতে আটক প্লাবন খানকে থানায় হস্তান্তর

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আটক অস্ত্র ও মাদক মামলার আসামি মাহবুব আলী প্লাবন খানকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব ৪।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র ও মাদক আইনে মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, আসামি প্লাবন সাভার মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে সাভারের মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

র‌্যাব আরো জানায়, আসামির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা বিক্রির হিসাবের ১৫ পৃষ্ঠা কাগজে অনেক মাদক ক্রেতাদের নামের হদিস মিলেছে। অস্ত্রধারী ছাত্রনেতা হওয়ায় এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় একটি শ্যুটার গান ও ৫০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েন প্লাবন। তার আটকের ঘটনায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করে।