শনিবার দিনে লেখা নিষেধ, রাতে জেএসসি পরীক্ষা ৫৮ শিক্ষার্থীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে/ ছবি : বার্তাটোয়েন্টিফোর.কম

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে/ ছবি : বার্তাটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বসছে খ্রিস্টধর্মের ‘সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট’ সম্প্রদায়ের ৫৮জন শিক্ষার্থী। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা প্রথম পরীক্ষা দেবেন।

তবে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ঐ ৫৮ জনকেও সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয়েছে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা যায়, খ্রিস্টধর্মের বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের জেএসসি পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষার্থীরা জানান, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় আমাদের কোন কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে রাতে জেএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঐ ৫৮ জন পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে।’

বিজ্ঞাপন