মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড
নেত্রকোনার মদন উপজেলায় কওমি মাদরাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে রুমন মিয়া (১৮) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ নভেম্বর) দুপুরে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালীউল হাসান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রুমন মিয়া উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
মদন থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আমীন জানান, দুপুরের দিকে উপজেলার জামিয়া হাফসা (রা) কওমি মহিলা মাদরাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে চিঠি দিয়ে প্রেম নিবেদন করেন রুমন। একপর্যায়ে মেয়েটির পিছু ধাওয়া করেন তিনি। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে গেলে তারা রুমনকে আটক করে থানায় খবর দেয়।
পরে পুলিশ রুমনকে আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুমনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।