চুয়াডাঙ্গায় মাটির নিচে পরিত্যক্ত মর্টারশেল

  • ডিস্ট্রিক করসপেন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

পরিত্যক্ত মর্টারশেল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পরিত্যক্ত মর্টারশেল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রাম থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) উপজেলার ধোপাখালী গ্রামের নুরুউদ্দিন (৪৮) বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ি সময় এই পরিত্যক্ত মর্টারশেলটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উপজেলার ধোপাখালী গ্রামের নুরুউদ্দিনের বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ি সময় পরিত্যক্ত মর্টারশেলটি দেখতে পান শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশ পাহারায় রাখে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন, মর্টারশেলটি দেখে মনে হচ্ছে এটি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় মর্টারশেলটি নিষ্ক্রিয় হয়নি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম চুয়াডাঙ্গায় আসার পর উদ্ধারকৃত মর্টারশেলটি সক্রিয় কিনা বোঝা যাবে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, মর্টারশেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময়ের বলে ধারনা করা হচ্ছে। তবে মর্টারশেলটি শক্তিশালী কতটুকু বা এটি কি এখনো সক্রিয় সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।