গাঁজা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ৩ যুবক
বগুড়ার নন্দীগ্রামে গাঁজা দিয়ে এক ব্যবসায়ী সুজিত চন্দ্রকে (৩২) ফাঁসাতে গিয়ে ফঁসে গেলেন তিন যুবক। উল্টো তাদেরকেই গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় রোববার (৩ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামের নেপাল চন্দ্র (৩৫), তাপস চন্দ্র (৩৪) ও বিমান চন্দ্র (৩০)। একই এলাকায় সুজিত চন্দ্রেরও বাড়ি।
জানা গেছে, সুজিত চন্দ্র দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের পন্ডিতপুকুর বাজারে ধান ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। ওই তিন যুবক সুজিত চন্দ্রকে ফাঁসাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাঁজা লুকিয়ে রাখেন। পরে তারাই পুলিশে খবর দেন। গাঁজা উদ্ধারের পর সুজিতকে জিজ্ঞাসাবাদে পুলিশের সন্দেহ হয়। পুলিশের তদন্তে আসল তথ্য বেরিয়ে আসলে রোববার সকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, সুজিতকে ফাঁসাতে ওই গাঁজা রেখে আসেন তারা।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, যারা থানায় এসে অভিযোগ করেছিল তারাই মূলত অপরাধী। তাদের গ্রেফতার করে মামলা দায়ের করা হয়েছে।