প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর অদূরে সাভারের ধামরাই উপজেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মুন্নি আক্তার (১৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার(৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭), একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি (১৫), ইউনুস খানের ছেলে সফিকুল খান(১৬) ও আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া (১৫)।
মুন্নি আক্তার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনর মেয়ে। সে রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
নিহতের স্বজনরা জানান, সকালে স্কুলে গিয়ে রবিন নামের এক কিশোরকে মুন্নি প্রেম নিবেদন করলে সে প্রস্তাব প্রত্যাখান করে। প্রেমে সাড়া না পেয়ে সে ক্লাস না করে বাসায় এসে আত্মহত্যা করে।
এদিকে নিহত মুন্নিকে রাব্বি নামের অপর একজন ভালবাসতো বলে জানা গেছে। ত্রিমুখী প্রেমে মৃত্যুর রহস্য লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।