বেনাপোলে ইউএস ডলার ও রুপিসহ আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর (বেনাপোল)
  • |
  • Font increase
  • Font Decrease

বৈদেশিক মুদ্রা পাচারকারী নারায়ণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বৈদেশিক মুদ্রা পাচারকারী নারায়ণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউএস ডলার ও ভারতীয় রুপিসহ নারায়ণ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক নারায়ণ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সীমান্ত পথে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে- এমন খবরে অভিযান চালিয়ে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার ইউএস ডলার ও ২ হাাজর ২৪০ ভারতীয় রুপি পাওয়া যায়।

বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।